বেনাপোল ইউনিয়নে ভোট হয় না একযুগ

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল ইউনিয়নে ভোট হয় না এক যুগেরও বেশি সময়। সর্বশেষ ভোট হয়েছিল ২০১১ সালের জুলাই মাসে। সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে বেনাপোল পৌরসভার সাথে হাত মিলিয়ে এক সাথে মামলা করে ইউনিয়ন পরিষদ। দীর্ঘদিন মামলা ঝুলে থাকলে ১ বছর আগে বেনাপোল পৌর সভার নির্বাচন হলেও অজ্ঞাত কারণে ভোট হচ্ছে না বেনাপোল ইউনিয়ন পরিষদের।

১৬টি গ্রাম নিয়ে বেনাপোল ইউনিয়ন পরিষদের সীমানা। ২০০৩ সালে বেনাপোলকে পৌরসভায় উন্নতি করে প্রজ্ঞাপন জারী করে তৎকালীন সরকার। ১৬ টি গ্রামের মধ্যে ৫ টি সম্পূর্ণ এবং ৩ টি গ্রামের আংশিক বাদ রেখে সাড়ে ৬টি গ্রাম নিয়ে অবশিষ্ট থাকে বেনাপোল ইউনিয়ন। ২০১০ সালে বেনাপোল পৌর সভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলে মেয়র নির্বাচিত হন আশরাফুল আলম লিটন। পরের বছর বেনাপোল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বজলুর রহমান। এরপর একযুগ কেটে গেলেও পৌরসভার সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে ঝুলে থাকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন।

২০২৩ সালের জানুয়ারি মাসে সরকার সীমানা জটিলতার অজুহাতে বন্ধ থাকা সবগুলো পৌরসভার নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করে। সে মোতাবেক নির্বাচন কমিশনের আদেশে ২০২৩ সালের ১৭ জুলাই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভা নির্বাচনের প্রায় ১ বছর হতে চললেও অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে বেনাপোল ইউনিয়ন পরিষদের নির্বাচন। বর্তমানে ইউনিয়ন পরিষদে ভোটারের সংখ্যা প্রায় ১৫ হাজার। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ক্ষোভে ফুঁসছে বেনাপোলবাসী।
এ ব্যাপারে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতা থাকলেও সরকার নির্বাহি আদেশে বেনাপোল পৌরসভার নির্বাচন সম্পন্ন করেছেন। সে কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে কোনো বাঁধা থাকার কথা নয়। তবে উন্নয়নের স্বার্থে বেনাপোল ইউনিয়নকে পৌরসভার সাথে একীভূত করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights