বেসামরিক এলাকায় ভুল করে ৮টি বোমা ফেলল দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় একটি বেসামরিক এলাকায় যুদ্ধবিমান থেকে ভুলবশত আটটি বোমা ফেলার পর সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পোচিওন শহরে, স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে, বিমান বাহিনীর কেএফ-১৬ বিমান থেকে বোমাগুলো পড়ে।

দেশটির বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়ার সময় ভুলবশত ভুল স্থানে আটটি বোমা ফেলা হয়। খবর বিবিসির।

তবে বোমাগুলোর মধ্যে মাত্র একটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোচিওন কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী দল বাকি সাতটি অবিস্ফোরিত বোমা নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে। তারা জানিয়েছে, এলাকার কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। যদিও বেসামরিক বাসস্থানের কাছে মাঝে মাঝে সামরিক অনুশীলন হয়, তবে এমন দুর্ঘটনা খুবই বিরল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুই ব্যক্তির ঘাড় ও কাঁধে আঘাত লেগেছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, ‘আমাদের কেএফ-১৬ বিমান ভুলবশত এমকে-৮২ বোমার ৮টি শেল ফেলে দিয়েছে। এটি নির্ধারিত ফায়ারিং রেঞ্জের বাইরে পড়েছে।’

তারা আরও জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় একটি গির্জার ভবন ও কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি ভবনের ভাঙা জানালা ও গির্জার ক্ষতিগ্রস্ত ছাদ দেখা গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারের প্রশিক্ষণটি মার্কিন বাহিনীর সঙ্গে একটি যৌথ মহড়ার অংশ ছিল। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ১০ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত যৌথ সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনা করেছে।

এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights