ভয়াবহ বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ
অনলাইন ডেস্ক
অতি ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় ডুবেছে স্পেন। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ হয়েছেন আরও অনেকে। বন্যায় অসংখ্য ঘরবাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বন্যার প্রভাব পড়েছে ফুটবলেও। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ।
এদিকে, শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু ম্যাচটি স্থগিত করা হয়েছে। বন্যার কারণে স্থগিত করা হয়েছে ভিয়ারিয়াল-রায়ো ভায়োকানো ম্যাচও। এছাড়া প্রদেশের সাতটি কাপ প্রতিযোগিতাও বাতিল করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর মধ্যে ছয়টি ম্যাচই কোপা দেল রের। এ ম্যাচগুলোর সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের পেশাদার ফুটবল শোকার্তদের সঙ্গে যোগ দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এরইমধ্যে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং রেড ক্রসকে ১ মিলিয়ন ইউরো সহযোগিতা দিয়েছে।
বলা হচ্ছে, বর্তমান শতাব্দীতে স্পেনে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। হতাহতের ঘটনায় স্প্যানিশ সরকার তিন দিনের জাতীয় শোক প্রকাশের ঘোষণা দিয়েছে।
সূত্র : আল-জাজিরা।