ভাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে ভাঙ্গায়। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা পৌরসদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরোয়ার হোসেন, হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় ভাঙ্গা উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।