ভারত থেকে আসছে ২৫ হাজার টন চাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভারত থেকে আসছে ২৫ হাজার মেট্রিক টন চাল। আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে চালের এ চালান পৌঁছার কথা রয়েছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চালের প্রথম চালানটি আসছে ভারত থেকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের জন্য এ চাল কেনা হয়েছে বলে জানা গেছে। এর আগে ইউক্রেন থেকে সরকারি পর্যায়ে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে একটি জাহাজ।

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্ষী চাকমা জানান, ভারত থেকে ২৫ হাজার টন সেদ্ধ চাল ১৮ ডিসেম্বর আসার কথা ছিল। পরে ২০ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়। এখন আরও পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর আসার কথা রয়েছে। ’তানাইস ড্রিম’ নামের জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে আসবে চাল। পর্যায়ক্রমে সরকারিভাবে আমদানি করা চালের আরও চালান আসার কথা।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত রয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৫৭৯ মেট্রিক টন। এর মধ্যে প্রধান খাদ্যশস্য চালের মজুত ৭ লাখ ৩৪ হাজার ১৭৯ টন। গমের মজুত ৪ লাখ ১৯ হাজার ৫৩৭ টন ও ধানের মজুত ২ হাজার ৮০২ টন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বাজারে বেশ কিছুদিন ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে মজুত বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। বেসরকারি পর্যায়ে আমাদানিকারকদের উৎসাহিত করার পাশাপাশি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবেও চাল আমদানির সিদ্ধান্ত হয়। গত ১৮ সেপ্টেম্বর ২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ওইদিন কমিটির বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, দেশে খাদ্য ও সারের ঘাটতি নেই। তবে আগামীতে যাতে সংকট না হয়, এজন্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে চাল ও গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights