ভেনিসে কিশোরগঞ্জ জেলাবাসীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলাবাসীর আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতে প্রায় সহস্রাধিক রোজাদার এ ইফতার মাহফিলে অংশ নেন। শুক্রবার স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদের এই আয়োজন করা হয়।

আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল বারি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান ও হাজী আবুল কাসেম, তোষন খান, তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন, ফখরুল চৌধুরী, আমির হোসেন, সোহেল রহমান, নওয়াজ শরীফ, রাজিবুর হাসান, আবদুল আহাদ মিয়ার পরিচালনার মধ্য দিয়ে ইফতারের আগে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান করা হয় ও দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।

দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। পরিশেষে ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত রোজাদারদেরকে ধন্যবাদ জানান কিশোরগঞ্জবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights