‘ভোট সৌখিনতা নয়, ভোট আমাদের অধিকার’
পঞ্চগড় প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির বলেছেন, ভোট সৌখিনতার কোনো বিষয় নয়, ভোট আমাদের অধিকার। গত ১৫ বছর ধরে রাতের অন্ধকারের সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে লুণ্ঠন করেছে। বিএনপির কর্মীদের স্বপ্ন আছে, আমাদের স্বপ্ন একটাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।
সোমবার পঞ্চগড় বিএনপি অফিসের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের নেতাদের মারধর করে আবার আপনারা খাবার দিয়ে নাটক করছেন। এসব নাটক বুঝে গেছে বাংলাদেশের মানুষ। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই।
জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম প্রমুখ।