ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকিতে, ভেঙে যেতে পারে মিয়ানমার : প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলে অস্থিরতা দেখা দিয়েছে। সেখানে সামরিক ঘাঁটিতে বিদ্রোহী ও জাতিগত সশস্ত্র বাহিনীর হামলা ব্যাপক বেড়েছে। এতে মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণ ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত মিন্ট সোয়ে।

তিনি বলেন, ‘ভয়াবহ প্রতিরোধ যুদ্ধে মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতা ঝুঁকিতে রয়েছে। চীনের সঙ্গে সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা দমনে অকার্যকর ব্যবস্থাপনার কারণে মিয়ানমার ভেঙে যেতে পারে।’ আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে তিনি বলেছেন, ‘সরকার যদি কার্যকরভাবে সীমান্ত অঞ্চলে সহিংসতা দমন করতে না পারে তাহলে মিয়ানমার কয়েক টুকরা হয়ে যাবে। এই সমস্যা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বর্তমান সময়টি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের জনগণকে সামরিক বাহিনীকে সমর্থন করা দরকার।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলে চীনের সঙ্গে সীমান্তবর্তী বেশ কয়েকটি বাণিজ্য শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে জান্তা সরকার। চীনও নিশ্চিত করেছে, চলতি সপ্তাহে মিয়ানমার সীমান্তে সহিংসতায় তাদের নাগরিক হতাহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights