মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের অনুকূলে অর্থ প্রদান করা হয়েছ। আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঝিনাইদহ কার্যালয়ের উপ-পরিচালক শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস ও জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ ও জেলা/উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মাগুরা।
আলোচনা সভা শেষে ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা স্টোরের অনুকূলে নগত ১০ হাজার টাকা করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও জেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।