মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকাস্থ মাগুরার একদল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করে তারা।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থী কাজী সাইফ হৃদয় বলেন, গত ৫ আগস্টের পর থেকে দেশে ২৫টির মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যারা চেয়ারে বসে ব্যবস্থা নিতে পারে না, তাদের চেয়ারে বসার প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।

তিনি বলেন, গত ৬ মার্চ মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়। শিশুটির শরীরে হায়েনার মতো আক্রমণ করে ক্ষতবিক্ষত করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। বিগত সরকারের আমলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করা হয়। কিন্তু সেটার কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদিকুর রহমান সাদি বলেন, শিশু আছিয়ার ওপর নৃশংস নির্যাতন আমাদের মানবিকতা ও বিচার ব্যবস্থার কঠিন পরীক্ষা। আমরা শুধুমাত্র অপরাধীর গ্রেপ্তার বা সাময়িক শাস্তি চাই না—আমরা চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য অপরাধের সাহস না পায়। তিনি বলেন, ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights