মাতৃত্বজনিত কারণে বিশ্বে প্রতি দুই মিনিটে মারা যান একজন নারী

অনলাইন ডেস্ক

বিশ্বে সন্তান জন্মদান সংক্রান্ত জটিলতা কিংবা অন্তঃসত্তা থাকাকালীন সমস্যায় প্রতি দুই মিনিটে একজন নারী মারা যান। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

যদিও সংস্থাটি বলছে, গেল বিশ বছরে এক তৃতীয়াংশ কমেছে এই সংক্রান্ত জটিলতায় নারী মৃত্যুর হার।

বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, ২০০০-২০১৫ সালে মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে। তবে সবচেয়ে বেশি কমেছে ২০১৬-২০২০ সালের মধ্যে।
জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে ৩৪.৩ শতাংশ কমেছে মাতৃমৃত্যু হার। প্রতি এক লাখে ৩৩৯ জনের বদলে বর্তমানের মারা যায় ২২৩ জন মা।

এই হিসেবও বলছে, ২০২০ সালেও প্রতিদিন মাতৃত্বজনিত কারণে মারা গেছে ৮০০ জন নারী। প্রতি দুই মিনিটেই মারা গেছে একজন।

এই সময়ে বিশ্বে বেলারুশে মাতৃমৃত্যু হার কমেছে সবচেয়ে বেশি। দেশটিতে ৯৫.৫ শতাংশ কমেছে এই সংক্রান্ত মৃত্যু।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights