মাদারীপুরে দুটিতে নৌকা, একটিতে স্বতন্ত্র বিজয়ী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নুর ই আলম চৌধুরী ১ লক্ষ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১৮৩৬ ভোট।

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের শাজাহান খান ২,২৩,৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের একেএম নুরুজ্জামান পেয়েছেন ৩,৪১৫ ভোট।

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ৯৬,৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১৯৭১ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights