মানব কোষ থেকে জীবন্ত রোবট

অনলাইন ডেস্ক

মানবদেহের কোষ থেকে ক্ষুদ্র জীবন্ত রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। এই রোবট নিজে থেকেই নড়াচড়া করতে পারে। বিজ্ঞানীদের দাবি, এটি একদিন মানবদেহের আহত বা ক্ষতিগ্রস্ত টিস্যুর নিরাময়ে ভূমিকা রাখবে।

টুফ্টস ইউনিভার্সিটি ও হার্ভার্ড ইউনিভার্সিটির ওয়েইজ ইনস্টিটিউটের এক দল গবেষক এই রোবটের নাম দিয়েছেন, অ্যানথ্রোবট। আগেও আফ্রিকান নখযুক্ত ব্যাঙের ভ্রুণের স্টিম কোষ থেকে জীবন্ত রোবট বা জেনোবট তৈরি করেছিলেন বিজ্ঞানীরা। তাদেরই কয়েকজন এবার জেনোবটের ওপর ভিত্তি করে অ্যানথ্রোবট তৈরি করলেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যানথ্রোবটগুলো পূর্ণাঙ্গ জীব ছিল না। কারণ তাদের পূর্ণ জীবনচক্র ছিল না। এটি আমাদের ভাবায় যে এই ক্ষুদ্র শ্রেণি আসলে একটি রোবট, নাকি একটি প্রাণী, নাকি যন্ত্র?
গবেষণাটি অ্যাডভান্সড সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা এই অ্যানথ্রোবট তৈরিতে বিভিন্ন বয়স (প্রাপ্তবয়স্ক) ও লিঙ্গের মানুষের শ্বাসনালী বা উইন্ডপাইপের কোষ ব্যবহার করেছেন।পরীক্ষা-নিরীক্ষা চালানোর কয়েকদিন পর অর্গানয়েডগুলো নিজে থেকে নড়াচড়া করতে শুরু করে।

গবেষকরা জানান, প্রতিটি অ্যানথ্রোবটের নিজে নিজে একসাথে জড়ো হওয়ার দৃশ্য তাদের মুগ্ধ করে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights