মালাইকার পাশে দাঁড়ানোর কারণ জানালেন অর্জুন

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল মেহতার মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা ধোঁয়াশা। তবে অভিনেত্রীর সঙ্গে তার বাবার সম্পর্ক বরাবরই ছিল খুব ভালো। তাই বাবার মৃত্যু তাকে অনেকটাই একা করে দিয়েছে বলা চলে।

অনিল মেহতার মৃত্যুর পর অর্জুন কাপুরকে সেই সময় মালাইকার পাশে দাঁড়াতে দেখা গেছে। যতটা সাপোর্ট করা সম্ভব করেছিলেন। তাদের দু’জনকে একসঙ্গে দেখে অনেকেরই মনে হয়েছিল তারা হয়ত আবার একসঙ্গে পথ চলা শুরু করবেন।

তবে বিষয়টা সেরকম নয়। সম্প্রতি, অভিনেতা এক সাক্ষাৎকারে জানান, তিনি সবসময় সেই সমস্ত মানুষের পাশে থাকবেন, যাদের সঙ্গে তার মানসিক সম্পর্ক। তারা সঙ্গে থাকুক বা না থাকুক। মালাইকার বাবার মৃত্যুর পর, অর্জুন তাকে প্রতিটি পদক্ষেপে সাপোর্ট করেছিলেন।

অর্জুন বলেন, ‘আমি যদি কারও সঙ্গে মানসিকভাবে সম্পর্কে থাকি, তবে আমি ভালো-মন্দ নির্বিশেষে সবসময়ই পাশে থাকব। আমাকে ভালো কাজের জন্য ডাকলেও যেমন থাকব।’

অভিনেতার ভাষ্য, ‘তেমনই আমার কাছের মানুষদের খারাপ সময়েও আমাকে প্রয়োজন হলে আমি সেখানে থাকব। আমার যে অনেক বন্ধু আছে তেমনটা নয়, তবে আমাকে যদি সবাই না চায়, আমি কখনোই তাদের পাশে যাবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights