মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলের লাইফলাইন কেটে ফেলার আহ্বান খামেনির
অনলাইন ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইহুদিবাদী শাসনকে জাতিগত বৈষম্যের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন। তিনি মুসলিম দেশগুলোকে ইসরাইলের ইহুদিবাদী শাসনের লাইফলাইন কেটে ফেলার আহ্বান জানান।
ইরনার খবরে বলা হয়েছে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সেস প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইহুদিবাদীরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করে এবং বাকি মানুষকে নিকৃষ্ট মনে করে। আর এ কারণেই তারা কোনো অনুশোচনা ছাড়াই হাজার হাজার শিশুকে হত্যা করেছে।
প্রদর্শনীতে তিনি প্রদর্শিত বৈজ্ঞানিক অর্জনগুলিকে সংকল্প এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে অনুপ্রেরণার ফলাফল হিসাবে বর্ণনা করেন।
ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, এই প্রদর্শনীতে দৃঢ়সংকল্প এবং বিশ্বাসের লক্ষণগুলি স্পষ্ট।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা উদ্ভাবনকে অনুষ্ঠানের আরেকটি বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করে বলেন, সাফল্যের বর্তমান স্তরে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয়। কারণ, বিশ্বের বিভিন্ন সামরিক ও বেসামরিক খাত অগ্রগতি করছে এবং আমাদের অবশ্যই পিছিয়ে না থাকার চেষ্টা করতে হবে।