মেনোপজ সমস্যা পৃথিবীর অর্ধেক নারীর জীবনে সরাসরি প্রভাব ফেলে : সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নারীদের জীবনে মাসিক উঠে যাওয়া হলো তার জীবনের স্বাভাবিক একটি প্রক্রিয়া। যাকে চিকিৎসা ভাষায় বলা হয় মেনোপজ। এ মেনোপজ বা রজঃনিবৃত্তির বিষয়ে অনেক নারীর জ্ঞান সীমিত। তবে মেনোপজ হওয়া নারীদের শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাড়ক্ষয়, ভিটামিন ডি-র অভাব, মানসিক অবসাদ, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ইত্যাদি। তাই মেনোপজ এমন একটি সমস্যা যা পৃথিবীর অর্ধেক নারীর জীবনে সরাসরি নানাভাবে প্রভাব ফেলে থাকে। আর এর পরোক্ষ প্রভাব পড়ে সবার জীবনে। তাই মেনোপজ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে ‘মেনোপজ সচেতনতা’ বিষয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের দেড় শতাধিক গাইনি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. শামসুননাহার বেগম, প্রধান বক্তা ছিলেন স্বনামধন্য গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. রোকেয়া বেগম।
ডা. শারমিন নাহার বাশার ও ডা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন ওজিএসবি চট্টগ্রাম শাখার প্রাক্তন সভাপতি অধ্যাপক রওশন মোরশেদ, প্রফেসর শামীমা সিদ্দিকা রোজী, প্রফেসর সাহনারা চৌধুরী, প্রফেসর নাসরীন বানু, প্রফেসর সাহেনা আক্তার, ওজিএসবি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, ওজিএসবি চট্টগ্রামের বৈজ্ঞানিক সম্পাদক ফাহমিদা রশীদ স্বাতী, চমেক হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. রওশন আক্তার জাহান।

বক্তারা বলেন, নারীর শরীরের ডিম্বাশয় থেকে যখন হরমোন নিঃসরণ বন্ধ হয় তখন হরমোনের অভাবের কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। এটাই মেনোপজ। তবে মেনোপজের পরে নারীরা পরিমিত জীবনযাত্রা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও হরমোন চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে সক্ষম থাকেন। আর মেনোপজ কী, সরকারি-বেসরকারি উদ্যোগে তা বিস্তারিত নারীদের জানাতে হবে, তাদের সচেতন করে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights