মেলবোর্নে ভারতের লজ্জার হার
অনলাইন ডেস্ক
মেলবোর্ন টেস্টে হেরে গেল ভারত। জয়ের জন্য রোহিতবাহিনীর সামনে ৩৪০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। হাতে ছিল একটা দিন। কিন্তু পঞ্চম দিন পুরো ব্যাট করে লড়তে পারল না। বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচেও টপ অর্ডার ব্যর্থ হয়। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার লড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
একটা সময় মনে হয়েছিল ম্যাচটা ভারত জিতে যাবে। ৩৩ রানে ২ উইকেট ছিল টিম ইন্ডিয়ার। সেখান থেকে দল মাত্র ১৫৫ রানে গুটিয়ে গেল। ফলাফল ১৮৪ রানে হারতে হয়েছে। এ জয়ে ২-১ এ সিরিজে এগিয়ে গেল অজিরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন জয়সওয়াল। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন ঋষভ পান্ত। স্কট বোল্যান্ড ১৬ রানে ও প্যাট কামিন্স ১৮ রানে তিনটি করে উইকেট নেন। এছাড়াও নাথান লায়ন দুইটি ও মিচেল স্ট্রাক এবং ট্রাভিস হেড একটি করে উইকেট নেন।
দর্শক উন্মাদনার এই টেস্টে অস্ট্রেলিয়া চতুর্থ দিন শেষ করেছিল ৯ উইকেটে ২২৮ রানে। সোমবার (৩০ ডিসেম্বর) টেস্টের পঞ্চম দিনে অজিরা ২৩৪ রানে অলআউট। ৪১ করা নাথান লায়নকে বোল্ড করে ক্যারিয়ারে ১৩তম বারের মতো পাঁচ উইকেট তুলে নেওয়ার কীর্ত গড়েন জাসপ্রিত বুমরা। ৫৭ রানে দেন তিনি।
গত ৬ বছরে ছেলেদের টেস্টে আর কোনো বোলার বুমরার চেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নিতে পারেনি। ছয় বছরে ইনিংসে সমান ১২ বার করে পাঁচ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন, প্যাট কামিন্স ও তাইজুল ইসলাম। এজন্য বল করেছেন নিজের টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি ২৪.৪ ওভার।