ম্যাচ জিতে যাদের কৃতিত্ব দিলেন সাকিব

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচে লিটন ও রনি ৯১ রানের উদ্বোধনী জুটি গড়েন মাত্র ৪৩ বলে। প্রথম ৬ ওভারে ৮১ রান যোগ করেন এই দুই ওপেনার। পাওয়ার প্লেতে যা বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

লিটনদের আগ্রাসী ব্যাটিং, আর তাসকিনদের আগুনে বোলিং ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি আইরিশরা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সাকিব
তাই বললেন, এই জুটিই দলকে এগিয়ে নিয়েছে জয়ের পথে।

সাকিব বলেছেন, ‌‘আমরা নিশ্চিত ছিলাম না উইকেটের আচরণ কেমন হবে। তবে যেভাবে দুই ওপেনার খেলেছে, শুরু থেকেই তারা ছিল দারুণ ইতিবাচক, ইন্টেন্ট ছিল ভালো এবং ঠিক এমন কিছুই আমাদের প্রয়োজন ছিল। এই জুটিই আমাদের জন্য ম্যাচের ভিত গড়ে দিয়েছে।’
সাকিব আরও বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্স জরুরি। আমরা কেউই জানতাম না উইকেট কেমন আচরণ করবে। তবে ওরা শুরু থেকেই ইতিবাচক ছিল।’

সাকিব বোলারদেরও প্রশংসায় ভাসিয়ে বলেছেন, ‘আমাদের ছেলেরা একটুও ঘাবড়ে যায়নি। পরিস্থিতির চাপে এলোমেলো হয়ে যায়নি। ওরা খেলাটা উপভোগ করেছে। বিশেষ করে বোলাররা যেভাবে বোলিং করেছে, সেটি দুর্দান্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights