যশোরে সিগন্যালস্ কোর রিক্রুটদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

যশোর সেনানিবাসে সিগন্যালস্ কোর এর রিক্রুট ব্যাচ-২০২৪ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল, যশোর সেনানিবাসে এ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
শপথ গ্রহণ প্যারেডে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে তিনি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট সিগন্যালস্ কোর এ নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। এ বছর সর্ব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট নূর মোহাম্মদ।

এর আগে জিওসি ৫৫ পদাতিক ডিভিশন প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট, সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল, যশোর।

রিক্রুট ব্যাচ ২০২৪ এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠানে যশোর ও খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights