যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় সম্মত ইসরায়েল-হামাস

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনির গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস।

রবিবার (৯ মার্চ) আলোচনা শুরুর ইতিবাচক ইঙ্গিত পাওয়ার তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

অন্যদিকে, ইসরায়েল বলেছে, কাতারের দোহায় প্রতিনিধিদল পাঠাবে তারা। যুদ্ধবিরতি এবং জিম্মি-ফিলিস্তিনি বন্দি নিয়ে আলোচনাকে এগিয়ে নিতে চেষ্টা করবে তারা।

এরইমধ্যে হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালাচ্ছে, যারা কাতারের কর্মকর্তাদের সঙ্গে মিলে আলোচনা চালিয়ে যাচ্ছে। দলটি চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে, যা যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হতে পারে।

হামাসের মুখপাত্র আবদুল-লতিফ আল-কানুয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জনগণের দাবি মেনে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধির জন্য এবং অবরোধ উত্তোলনের জন্য তীব্র প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই।

পরে হামাস তার প্রতিনিধি দলের মিশরের সাধারণ গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে জানায়, তারা গাজায় নির্বাচনের আগে একটি জাতীয় ও স্বাধীন কমিটি গঠনের পরিকল্পনায় সম্মত হয়েছে, যা গাজার শাসন পরিচালনা করবে।

গাজায় ইসরায়েলি আক্রমণের ফলে প্রায় ৪৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গোটা ফিলিস্তিনজুড়ে এক বিশাল মানবিক সংকটের সৃষ্টি করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর, হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights