যুদ্ধের বিরোধিতা করায় ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি গায়িকা গ্রেফতার

অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের বিরোধিতা করায় ফিলিস্তিনি গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আবু আমনেহ এর আগে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন।

নাজারেথে জন্মগ্রহণকারী এই গায়িকা একজন প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী এবং ফিলিস্তিন সম্পর্কে তার দেশাত্মবোধক গানের জন্য পরিচিত।
ইসরায়েলের অভ্যন্তরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। গাজায় চলমান বোমাবর্ষণের সমালোচনা করায় পুলিশ ও বসতি স্থাপনকারী গোষ্ঠীর হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও কর্মীরা। মিডলইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights