যেভাবে ভক্তকে চমকে দিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’ দিয়ে ২০২৩ সাল মাতিয়ে রেখেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তিনটি সিনেমাই বক্স অফিস কাঁপিয়েছে। গতকাল সোমবার ছিল সেই সাফল্য উদযাপনের দিন। যশরাজ স্টুডিওতে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। শাহরুখও হাজিরে ছিলেন সেই আয়োজনে।

সামনে শাহরুখকে দেখে নিজেকে আটকানোর সাধ্য নায়কের ভক্তদের নেই। শাহরুখ মঞ্চে উঠতেই তাই ছুটে গেলেন এক যুবক। তার সামনে দাঁড়িয়ে ভক্তের যেমন অনুভূতি হতে পারে, সম্ভবত এই যুবকও ততটাই উদ্বেলিত হয়ে পড়েছিলেন। করমর্দনের জন্যে শাহরুখের দিকে হাত বাড়িয়ে দেবেন না কি তার বুকে ঝাঁপ দেবেন, সেটা বুঝতে পারছিলেন না। যুবককে এমন থতমত খেয়ে যেতে দেখে শাহরুখ নিজেই তাকে টেনে নিলেন বুকে। জড়িয়ে ধরলেন। চুম্বন এঁকে দিলেন যুবকের কপালে।

শাহরুখের এমন কাণ্ডে ওই যুবক আরো হতবিহ্বল হয়ে পড়ে। প্রায় কেঁদে ফেলেছিলেন তিনি। কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights