যে কারণে ভারতের বিপক্ষে নেই রিয়াদ
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের দলে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। দলের ব্যাটিং বিপর্যয়ে বারবারই হাল ধরেন রিয়াদকে। আজ তিনি একাদশে না থাকায় অনেকেই অবাক হয়েছেন।
প্রায় ১৪ মাস পর মাহমুদউল্লাহকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের না থাকা নিয়ে টসের সময় কিছু বলেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে ধারাভাষ্যে বলা হয়েছে, হালকা চোট রয়েছে।
এছাড়াও নাহিদ রানার স্কোয়াডে না থাকা নিয়েও চলছে আলোচনা। ভারতের বিপক্ষে ম্যাচটির আগে শান্ত’র সংবাদ সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল পেসার নাহিদ রানার প্রসঙ্গ। তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ সেই রানাকে ছাড়াই আজকের একাদশ সাজিয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান।