যৌথ অভিযান : ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ১১০

অনলাইন ডেস্ক
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে গত ২৬ দিনে সারা দেশে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেফতার হয়েছে ১১০ জন।

সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, একে৪৭ একটি, গ্যাসগান দুটি, এয়ারগান পাঁচটি, এসবিবিএল সাতটি, এসএমজি পাঁচটি, টিয়ার গ্যাস লঞ্চার দুটি এবং থ্রি-কোয়াটার দুটি।
পূর্বের ঘোষণা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights