রংপুরের কাছে হারের পর যা বললেন তামিম

অনলাইন ডেস্ক

শেষ ওভারে রংপুরের জিততে ২৬ রান দরকার। সেখানে কাইল মায়ার্সের করা শেষ ওভারে সমান তিনটি করে ছক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ৩০ রান তুলে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সকে এক অবিশ্বাস্য জয় উপহার দিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। এমন ইনিংস খেলায় সোহানকে প্রশংসায় ভাসিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। দলের হয়ে ২৯ বলে অপরাজিত ৬১ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয়ের বন্দরে পৌঁছায় রংপুর।

ম্যাচ শেষে তামিম বলেন, ‘আমরা ম্যাচটা হয়ত হেরে গেছি, তবে সোহানকে কৃতিত্ব দিতেই হবে। সে যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। শেষ ওভারে ২৬ রান। যেকোনো বোলারের জন্যই এটা সহজ কাজ। সোহানই কৃতিত্ব প্রাপ্য।’

এদিন বরিশালের হয়ে কাইল মেয়ার্স ব্যাট হাতে ২৯ বলে করেন ৬১ রান। নাজমুল হোসেন শান্ত করেছেন ৪১ রান। তাছাড়া তামিম নিজে করেন ৪০ রান। সবমিলিয়ে দলের ব্যাটারদের নিয়ে সন্তুষ্ট বরিশাল অধিনায়ক।

তামিম বলেন, ‘শান্ত আজ ভালো ব্যাট করেছে। দারুণভাবে শুরুর চাপ সামলেছে। মেয়ার্সও ব্রিলিয়ান্ট। এমন ম্যাচ পুরো টুর্নামেন্টে হচ্ছে। কষ্ট পেলেও তাই খুশি যে টুর্নামেন্ট ভালো হচ্ছে। গ্রাউন্ডসম্যানদের কৃতিত্ব দিতে হবে। যেভাবে উইকেট তৈরি করা হচ্ছে, দারুণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights