রংপুরে একটি অবৈধ হাসপাতাল সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর নগরীতে একটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রংপুর মহানগরীর ধাপ এলাকার ওই হাসপাতালে অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের আরডিসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, হসপিটালটি কোন সরকারি নীতিমালা মানছে না। এসব অপরাধে দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

মাহমুদ হাসান মৃধা আরও বলেন, অভিযানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোন লাইসেন্স দেখাতে পারেনি। এছাড়া অপারেশন ও পোস্ট অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। হাসপাতালে কর্তব্যরত নার্সও রেজিস্টার্ড নয়। অভিযানকালে সিভিল সার্জন অফিসের সহকারী সার্জন মো. আখতারুজ্জামানসহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights