রংপুরে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক. রংপুর

রংপুর নগরীর মাহিগঞ্জে গাঁজাসহ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল নগরীর আলমনগরের মশিউর রহমানের ছেলে সাবিদ মকসুদ (২৮) ও কামারপাড়ার আমিরুল ইসলামের শামিউল হাসান (২৬)। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে তাজহাট এলাকা থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল মকসুদ ও শামিউল। এ সময় নগরীর সাতমাথা এলাকায় চেকপোস্টে তাদের থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু মকসুদ ও শামিউল মোটরসাইকেল না থামিয়ে চলে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের কলাবাড়ি এলাকায় আটক করে এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাহিগঞ্জ থানায় মকসুদ ও শামিউলের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ।

মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এর আগে মকসুদ ও শামিউল তাজহাট এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights