‘রহস্যময় বস্তু’ ভূপাতিত করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট আমেরিকার মিসাইল!

অনলাইন ডেস্ক

সম্প্রতি নিজেদের আকাশে ‘রহস্যময় বস্তু’ নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে চলতি মাসে চীনের একটি বেলুনসহ মোট চারটি ‘রহস্যময় বস্তু’ ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। যুদ্ধবিমান পাঠিয়ে সেগুলো ভূপাতিত করা হয়।

তবে ওই সব ‘রহস্যময় বস্তু’ ভূপাতিত করার বিষয়ে এবার প্রকাশ্যে এল নতুন তথ্য।

স্থানীয় সময় রবিবার বিকালে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তসংলগ্ন লেক হিউরনের ওপরে একটি রহস্যময় বস্তু উড়তে দেখা যায়। পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমান পাঠিয়ে বস্তুটি ধ্বংস করা হয়েছে।
তবে ওই বস্তুটি ভূপাতিত করার উদ্দেশ্যে নিক্ষেপ করা প্রথম মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানা গেছে।

মার্কিন সংবাদসংস্থা ‘সিএনএন’ এক প্রতিবেদনে এ দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা সীমান্তবর্তী মিশিগান অঙ্গরাজ্যের লেক হিউরনের ওপর রহমস্যময় বস্তুটিকে ধ্বংস করতে এফ-১৬ যুদ্ধবিমান থেকে প্রথম যে মিসাইলটি নিক্ষেপ করা হয়, সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

তিনজন ব্যক্তি ‘সিএনএন’কে বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

তবে মিসাইলের লক্ষ্যভ্রষ্ট হওয়া নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে আগে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

কিন্তু মার্কিন সামরিক কমান্ড ‘নর্দার্ন কমান্ড’ বা নর্থকম এবং নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স (নোরাড) কমান্ডের কমান্ডার জেনারেল গ্লেন ভ্যানহার্ক রবিবার সাংবাদিকদের বলেন, বস্তুটির আকার ছোট হওয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত হানা কঠিন ছিল।

তিনি বলেন, এক্ষেত্রে রাডার-নির্দেশিত ক্ষেপণাস্ত্রের ‘সাফল্যের সম্ভাবনা কম থাকে’। কারণ বস্তুর আকার ছোট হওয়ায় এটিকে গুলি করার জন্য বিমানের বন্দুক ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। প্রতিটি পরিস্থিতিতেই পাইলটরা মনে করেছিলেন যে আকারের কারণে এটি ভূপাতিত করা সত্যিই সম্ভব হবে না।”

ওই সময় পাইলটরা স্বল্প-পরিসরের এআইএম-৯এক্স সাইডওয়াইন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা একটি বস্তু এবং আশেপাশের এলাকার মধ্যে তাপের বৈসাদৃশ্য দেখতে সক্ষম। কিন্তু তারপরও, প্রথম ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়েছে বলে সূত্র জানিয়েছে।

তবে লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ওই ক্ষেপণাস্ত্রটির কী হয়েছে, সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে ধ্বংস করা রহস্যজনক ওই বস্তু আসলে কী ছিল এবং কোথা থেকে এসেছে, রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত করে জানাতে পারেনি দুই দেশের সরকার। সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights