রাঘবের মোট সম্পত্তির পরিমাণ পরিণীতির মাসিক আয়ের চেয়েও কম!

অনলাইন ডেস্ক

সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা। রবিবার রাজস্থানের উদয়পুরে চারহাত এক হয় যুগলের।

বিয়ের আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে কটাক্ষের শিকার হন রাঘব। একজন রাজনীতিবিদ কী করে তার বিয়ের জন্য এত খরচ করতে পারেন তা নিয়েও প্রশ্ন ওঠে।

বলিপাড়া সূত্রে খবর, রাঘবের চেয়ে পরিণীতি উপার্জনের নিরিখে অনেকটাই এগিয়ে। জানা গেছে, ৩৭ লাখ টাকার সম্পত্তি রয়েছে রাঘবের।
বলিপাড়া সূত্রে খবর, পরিণীতির বার্ষিক আয় আনুমানিক ৫ কোটি রুপি। অর্থাৎ প্রতি মাসে ৪০ লাখ রুপি আয় পরিণীতির।

৬৬ কোটি রুপির সম্পত্তি রয়েছে পরিণীতির। বিলাসবহুল বাড়ি, গাড়ি থেকে শুরু করে কী নেই অভিনেত্রীর!

ছবির পাশাপাশি একাধিক নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের মুখ হিসেবে অভিনয় করেন পরিণীতি।

মুম্বাইয়ে সমুদ্রমুখী একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। এই বাড়িটির সম্ভাব্য বাজারমূল্য ২২ কোটি রুপি।

ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নিজের বাড়ির আনাচকানাচের ছবি পোস্ট করেন পরিণীতি। সম্পূর্ণ ফ্ল্যাটটি দামি আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন অভিনেত্রী।

নামী ব্র্যান্ডের গাড়ি সংগ্রহে রাখার শখ রয়েছে পরিণীতির। অডি এবং জাগুয়ার ব্র্যান্ডের একাধিক মডেলের গাড়ি রয়েছে তার কাছে।

বেশির ভাগ সময় পরিণীতিকে তার সংগ্রহে রাখা জাগুয়ার এক্সজেএল মডেলের গাড়িতে যাতায়াত করতে দেখা যায়।

জাগুয়ার ব্র্যান্ডের এক্সজেএল মডেলের গাড়িটি কিনতে ৯৯ লাখ রুপি থেকে শুরু করে ১ কোটি রুপি পর্যন্ত খরচ হতে পারে পরিণীতির।

জাগুয়ার ব্র্যান্ড ছাড়াও অডি ব্র্যান্ডের দু’টি মডেলের গাড়ি রয়েছে পরিণীতির সংগ্রহে।

অডি ব্র্যান্ডের এ৬ মডেলের গাড়ি কিনেছেন পরিণীতি। এই গাড়িটি কিনতে ৬১ লাখ রুপি থেকে ৬৭ লাখ রুপি খরচ হয়েছে অভিনেত্রীর।

এ৬ মডেল ছাড়াও অডি ব্র্যান্ডের কিউ৫ মডেলের গাড়ি রয়েছে পরিণীতির। এই গাড়িটি কিনতে ৫৫ লাখ রুপি খরচ হয়েছে অভিনেত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights