রাঙামাটিতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে রাঙামাটি বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) ১২ ব্যাটালিয়ন। কাঠের পরিমাণ প্রায় ৯৮৮ ঘনফুট, যার বাজার মূল্য প্রায় ২০ লাখ ১১ হাজার ৫৬৮ টাকা।

বুধবার রাতে রাঙামাটি বিজিবি’র ১২ ব্যাটালিয়নের (ছোটহরিণা) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গত রবিবার ভোর রাতে বরকল উপজেলার বড়হরিণার সীমান্তবর্তী চেকপোস্ট এলাকায় কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদ থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাঙামাটি বরকল উপজেলার বড়হরিণার সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় সেগুন গোল কাঠ দেখতে পায় বিজিবি’র ১২ ব্যাটালিয়নের সদস্যরা। এসময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করে।

রাঙামাটি বিজিবি’র ১২ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, বরকল উপজেলার বড়হরিণা চেকপোস্টের নিকটবর্তী এলাকায় কর্ণফুলী মোহনার কাপ্তাই হ্রদে কাঠগুলো ভাসমান অবস্থায় পাই। সম্ভবত অসাধু কাঠ পাচারকারীরা সেগুন কাঠগুলো পানিতে ভাসিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে হয়তো পালিয়ে গেছে। তবুও হ্রদের আশপাশে অভিযান চালিয়ে দেখেছি, কেউ ছিল না। তবে কাঠগুলো উদ্ধার করা হয়েছে। যথাসময়ে বন বিভাগকে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights