রাঙামাটিতে ভান্তের সংঘদানে মানুষের ঢল
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি ধর্মগিরি সাধনা কুঠির বিহারের অর্থদর্শী ভান্তের মহাসংঘ দান অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাপক লোকসমাগম হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় রাঙামাটি শশী দেওয়ান পাড়ার বাসিন্দা শ্রেষ্ঠা চাকমার পরিবারের উদ্যোগে এ সংঘদানের আয়োজন করা হয়। বিভিন্ন উপহার নিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ভান্তের বিশেষ প্রার্থনায় অংশ নেন। একইসঙ্গে চলে দিনব্যাপী পূর্ণার্থীদের অষ্টপরিষ্কার দান।
পঞ্চশীল প্রার্থনা করেন যুমনা তিষ্য ভিক্ষু। এ সময় রাঙামাটি ধর্মগিরি সাধনা কুঠির পরিচালনা কমিটির নির্মল চাকমা ও প্রীতিময় চাকমা উপস্থিত ছিলেন।