রাজধানীতে পথচারীকে ধাক্কার পর তার শরীরের ওপর দিয়েও গাড়ি চালালেন চালক
অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মনির সরদার (৪৫)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর আন্ধারচর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তি হেঁটে সিটি মিল ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডের সামনের রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে যান তিনি। পরে তার শরীরের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’