রাজবাড়ীতে দুই আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে পুলিশের যৌথ অভিযানে দস্যুতা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার সদর থানার পশ্চিম ভাবানীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী পৌরসভার পশ্চিম ভবানীপুর গ্রামের মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা (২২) ও একই গ্রামের মনিরউদ্দীন বিশ্বাসের ছেলে শহীদুল ইসলাম (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো দা, চাপাতি, হাত করাত ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীরারোক্তি মতে দস্যুতা করে লুন্ঠিত হওয়া ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ। জানা গেছে, ১৩ নভেম্বর ভোরে রাজবাড়ী থেকে কয়েকজন যাত্রী নিয়ে বালিয়াকান্দির দিকে আসছিলেন ইজিবাইক চালক ইব্রাহীম। উপজেলার চর ফরিদপুর এলাকায় পৌঁছালে কয়েকজন দস্যু ইজিবাইকের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখায়। এ সময় যাত্রীদের কাছ থেকে টাকাসহ ইজিবাইক পালিয়ে যায় দস্যুরা। পরদিন ইজিবাইক চালক ইব্রাহীম বাদি হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, দস্যুরা বালিয়াকান্দি উপজেলার চর-ফরিদপুর এলাকা থেকে ইজিবাইক ও যাত্রীদের টাকা লুন্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক ইব্রাহীম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশের যৌথ অভিযানে সাগর মোল্লা ও শহীদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।