রাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

অনলাইন ডেস্ক

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আজ রবিবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশে আসবে।

আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বিসিবি। ৭, ৮ এবং ৯ আগস্ট ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সাংবাদিক এবং সমর্থকদের জন্য একাধিক স্থানে ট্রফিটি প্রদর্শন করা হবে।

৭ আগস্ট বাংলাদেশের গর্ব পদ্মা সেতুতে ট্রফি নিয়ে অফিশিয়াল ফটোশুট করা হবে। সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১-এ বিকাল ৩টায় শুরু হবে এই ফটোশুট অনুষ্ঠান। পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে ট্রফি দেখার সুযোগ পাবেন জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট অফিশিয়াল-সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা।
পরদিন ৯ আগস্ট সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights