রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৩
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ কামারুজ্জামান হলের নির্মাণ কাজ চলছে। আমি শুনেছি সেখানে ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে। আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম এখন যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।’