রাবিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

রাবি প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) অবায়দুর রহমান প্রামানিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপাচার্য বলেন, মহিয়সী শেখ ফজিলাতুন নেছার বঙ্গমাতা হয়ে ওঠার পেছনে রয়েছে এক দীর্ঘ ত্যাগ-তিতীক্ষার কাহিনী। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতা নিজ সংসার ও সন্তানদের মানুষ করার পাশাপাশি সংগঠনের নেতা-কর্মী ও আত্মীয়-স্বজনের প্রতি খেয়াল রাখতেন। তাদের প্রতি সহযোগিতায় তিনি ছিলেন উদার। শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে ওঠার পথে বঙ্গমাতা ছিলেন অমিত প্রেরণার অনিঃশেষ উৎস। সেকারণেই ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি বঙ্গমাতাকেও নির্মমভাবে হত্যা করে। কিন্তু ইতিহাস সবসময় তার নিজ গতিতে চলে। তাই বঙ্গবন্ধুর পাশাপাশি তার ছায়াসঙ্গী বঙ্গমাতাও আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় চিরভাস্বর হয়ে আছেন।
দিবসটি উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রধান আলোচক ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। এতে হলের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights