রাবির ক্যান্টিন পরিচালকের বিরুদ্ধে কর্মচারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যান্টিন পরিচালক হাফিজুর রহমানের বিরুদ্ধে কাজের মহিলা কর্মচারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে ক্যান্টিন সিলগালা করেছে হল কর্তৃপক্ষ।

ভুক্তভোগী নারী কর্মচারীর অভিযোগ, ‘ক্যান্টিন পরিচালক হাফিজ অনেকদিন ধরেই আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। কিন্তু আমি রাজি হইনি। এঘটনা হলের ছাত্রদের জানাতে চাইলে তখন সে বিভিন্ন ভাবে বাধা দিত। এখানে কাজ করে সংসার চালাতে হয়। ফলে বাধ্য হয়ে কাজ করতাম। আজ দুপুরে ক্যান্টিনে কেউ না থাকায় আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখন বাইরে বের হয়ে চিৎকার করলে ছাত্ররা জড়ো হয়। তখন চুরির কথা দিয়ে ছাত্রদের কাছে আমার নামে অপবাদ দেয় হাফিজ।’

অভিযোগ অস্বীকার করে ক্যান্টিন পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘ওই মহিলা ক্যান্টিনের বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন এটা দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে উল্টো আমার ওপরই চড়াও হন এবং নিজে বাঁচতে ছাত্রদের ডেকে অভিযোগ করেন। তার এ ধরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
এ ব্যাপারে প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘উভয়েই একে অপরকে দোষারোপ করে মৌখিক অভিযোগ জানিয়েছেন। তাদের কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। প্রাথমিকভাবে ক্যান্টিন সিলগালা করা হয়েছে। রবিবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights