রাবির হল ডাইনিংয়ে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই খাবারের মান ও দাম নির্ধারিত হবে। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্যটি জানান বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
এই আহ্বায়ক বলেন, হলে শিক্ষার্থীরাই খাবার খান। তাই ডাইনিং পরিচালক ও শিক্ষার্থী সকলের সঙ্গে আলোচনা করেই খাবারের মান ও দাম নির্ধারণ করা হবে। এছাড়া শিক্ষার্থীরা দায়িত্ব নিয়ে মেস সিস্টেম চালু করতে পারবে কিনা সেটাও আলোচনা হবে। দাম বৃদ্ধির নতুন যে সিদ্ধান্ত হয়েছে সেটা আপাতত স্থগিত থাকবে।
এর আগে, গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষ পরিষদের জরুরি সভার ৪ নং সিদ্ধান্তে দুই বেলা খাবারের দাম ১০ টাকা বৃদ্ধি করা হয়। আগামী ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা ছিল। নতুন সিদ্ধান্তে ডাইনিংয়ে দুপুরে ৩৫ টাকা ও রাতে ২৫ টাকা নির্ধারিত হয়। যা পূর্বে ছিল দুপুরে ২৮ টাকা ও রাতে ২২ টাকা। এছাড়া ২০২২ সালের ১ জুলাই থেকে দুইবেলা খাবারে ৮ টাকা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে দুইধাপে হলে খাবারের দাম ১৮ টাকা বেড়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসন খাবারের দাম বাড়ান কিন্তু মান বাড়ান না। ফলে অবিলম্বে খাবারে দাম কমিয়ে ভর্তুকি দেয়ার দাবি তোলেন ক্যাম্পাসের শিক্ষার্থী ও বাম ছাত্রসংগঠনগুলো। বুধবার বিকেলে প্রতিবাদ ও দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাধ্যক্ষ পরিষদের সভা হয়। সভায় দাম বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত হয়েছে।