রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭

অনলাইন ডেস্ক

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

শুক্রবার (১০ মে) দেশটির জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল।
বাসটি দুর্ঘটনার কবলে পড়লে স্থানীয়রা ওই নদীতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে প্রায় সম্পূর্ণ ডুবে যায়।

এ ঘটনায় ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights