রাশিয়ার সাম্রাজ্য-বাসনা রোধে দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জেলেনস্কির
অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি পশ্চিমা মিত্র দেশগুলোকে দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। বিলম্ব হলে রাশিয়ার হাতে পরাজিত হতে হবে বলে সতর্ক করেন তিনি।
শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে জেলেনস্কি বলেন, দ্রুত অস্ত্র সরবরাহের বিকল্প কিছু নেই। কারণ, এই দ্রুততার ওপর জীবন নির্ভর করছে।
ইউক্রেনের বড় অঞ্চল দখলে পুতিনের বাসনা প্রতিরোধে পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভর করছে কিয়েভ। বিদেশি দেশগুলো যখন উচ্চ মূল্যস্ফীতিসহ অন্যান্য অর্থনৈতিক সমস্যার সম্মুখীন, তখন ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা দেওয়া তাদের জন্য একটা পরীক্ষা।
মিউনিখের সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মিত্র দেশগুলোকে অবিলম্বে লেপার্ড ট্যাঙ্ক পাঠানোর আহ্বান জানান।
সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার কোনো বিকল্প নেই, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের কোনো বিকল্প নেই; সর্বপরি ইউক্রেনের বিজয়ের কোনো বিকল্প নেই।