রুচির ভয়াবহ অবক্ষয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, রুচির ভয়াবহ অবক্ষয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার। বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদের বদলে বিদিশা কিংবা হিরো আলম’ই এখন তাদের ভরসা। দিন যত যাচ্ছে ফ্যাসিবাদী সরকারের ভুলের পরিমাণ দ্বিগুণ হচ্ছ। তাদের বন্ধু কমছে, শত্রু বাড়ছে। জনগণের দাবি মেনে সরকার যদি অবিলম্বে পদত্যাগ না করে তাহলে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে।

শুক্রবার সকালে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এক দফা দাবি ও দুই দফা আন্দোলনের সমর্থনে রাজধানীর বিজয়নগরস্থ বিজয় একাত্তর চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য আরও রাখেন পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।
সরকারকে সতর্ক করে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, রাজপথের গণতান্ত্রিক আন্দেলনকে দমন করে আবার জাসদের মতো হটকারী রাজনীতি চালুর উস্কানি দেবেন না। মনে রাখবেন আপনাদের জিঘাংসার রাজনীতির কারণেই এদেশে সর্বহারাদের হটকারী গলাকাটা রাজনীতি চালু হয়েছিল। আপনারা এখন আবার সেটা আমদানি করতে চাচ্ছেন।

নির্বাচন কমিশনের প্রহসনমূলক নিবন্ধন প্রক্রিয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের রুচি ক্রমশঃ বরবাদ হতে চলেছে। গত দুইবার তারা বিএনপি’র বদলে জাতীয় পার্টিকে বিরোধীদল হিসেবে বেছে নিয়েছিল। জাতীয় পার্টিতেও এখন তাদের ভরসা নেই বলে মনে হচ্ছে। এবার তারা সুপ্রিম পার্টি, বিএনএম, ইনসানিয়াত বিপ্লব পার্টির মতো দলগুলোকে বিরোধীদল বানাতে চায়। রুচির ভয়াবহ অবক্ষয়ে পড়েছে সরকার, তাই বিরোধীদলীয় নেতা হিসাবে রওশন এরশাদের বদলে বিদিশা কিংবা হিরো আলম’ই এখন তাদের ভরসা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পার্টির সহকারী সদস্য সচিব এম আমজাদ খান, শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, ছাত্রপক্ষের সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, আব্দুল হালিম খোকন, শাহিনুর আক্তার শীলা ও সাইফুল ইসলাম।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights