লক্ষ্মীপুরে অভিভাবক সমাবেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দীপনা পুরুস্কার প্রদান ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. টিপু সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
অন্যান্যের মধ্যে আরো ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুপ বিন জাকারিয়া, ইপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হক ,প্রধান শিক্ষক মৃণাল কান্তি দেবনাথ প্রমুখ। পরে অতিথিরা ১১ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিজনকে নগদ ৩০হাজার টাকা করে ৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করেন।