লামায় আগুনে পুড়লো অ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় আগুনে পুড়ে ছাই হয়েছে অ্যাম্বুলেন্সসহ দুটি গাড়ি। রবিবার (৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পার্কিং করে রাখা অবস্থায় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সূত্র জানায়, প্রাইভেট অ্যাম্বুলেসের মালিক মো. আজগর। যাত্রীবাহী গাড়ির (স্থানীয়ভাবে নোহা গাড়ি হিসেবে পরিচিত) মালিক ডা. নুর মোহাম্মদ। তবে দুটি গাড়িই চালাতেন আজগর।
গাড়িচালক আজগর জানান, রোগী নিয়ে কক্সবাজার হাসপাতালে পৌঁছে দিয়ে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লামায় ফিরে এসে অ্যাম্বুলেন্সটি লামা পৌর বাস টার্মিনালে পার্কিং করি। ভোর ৫ টায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি।’
লামা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সাখাওয়াত হোসেন জানান, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
তিনি বলেন, ‘আগুনের উৎস এখনো জানতে পারিনি। তবে স্থানীয়রা এটিকে ‘নাশকতামূলক’ বলে মনে করছেন।’
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘ঘটনার কারণ বের করতে অনুসন্ধান চালাচ্ছি।’