শত্রুতার জেরে কয়েক লাখ মৌমাছি হত্যার অভিযোগ

শত্রুতা করে মধু চাষির মৌমাছির বাক্সে বিষ দিয়ে লাখও মৌমাছি হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। অভিযোগ দিয়েছেন শেরপুরের নকলা উপজেলায় কায়দা গ্রামের মধু ব্যবসায়ী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জনৈক শাহাবুদ্দিন।

বহু আগে থেকেই ওই এলাকার বিশাল অঞ্চল জুড়ে সরিষা চাষ হয়। এসময় ওই এলাকা থেকে সরিষার মধু আহরণ করেন স্থানীয় ও দেশের বিভিন্ন জেলার মৌ চাষিরা। জানা গেছে, একমাস আগে নকলা পৌরসভার কায়দা গ্রামে সরিষা ক্ষেতের পাশে ৫৬টি বাক্স নিয়ে মধু সংগ্রহের জন্য সিলেট থেকে আসেন শাহাবদ্দিন। ইতোমধ্যে বাক্স থেকে কয়েক সপ্তাহে ৪ থেকে ৫ লিটার করে মধু পাওয়া যাচ্ছে। ধারনা এই ৫৬টি বাক্সে কয়েক লাখ মৌমাছি থাকতো। প্রতিটি মৌমাছির বাক্স তৈরি ও রক্ষনাবেক্ষন খরচ পড়েছে প্রায় ৫ হাজার টাকা।

ক্ষতিগ্রস্থ মধু সংগ্রহকারী শাহাবুদ্দিনের অভিযোগ, মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে অপরিচিত একজন তাকে বাক্স নিয়ে এলাকা ছাড়তে বলে এবং বিভিন্ন ভাবে হুমকি দেয়। বুধবার (০৪ জানুয়ারি) সকালে উঠেই শাহাবদ্দিন দেখতে পান অন্তত ২৫টি মৌমাছির বাক্সের রাণী মৌমাছিসহ সব মৌমাছি মৃত। শাহাবদ্দিনের ধারনা ওই হুমকিদাতা বিষ প্রয়োগ করে মৌমাছি গুলো হত্যা করেছে। এতে শাহাবদ্দিনের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি এমন নির্মমতার বিচার চেয়ে কান্না করেছেন। এই ঘটনার পর মৌমাছির নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার নকলা থানায় সাধারণ ডায়েরি করেছের শাহাবুদ্দিন। স্থানীয়রা এমন নির্মমতার নিন্দা করেছেন।

মৌমাছি হত্যা ঘটনা সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেছেন, মৌ চাষিদের অভ্যন্তরীণ শত্রুতা বশত এটি হতে পারে।পুলিশের একাধিক টিম এনিয়ে কাজ করছে।আশা করি অচিরেই অপরাধিকে ধরা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights