শহীদদের স্মরণে রাজধানীতে বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে সারাদেশে অন্তত ৬৩১ জন নিহত হয়েছেন। আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ ইডেন কলেজ শাখার বন্ধুরা।

গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ফারিয়া হক তাজিম, রেবেকা সুলতানা মিথুন, তাসলিমা ইসলাম, উফফাত সুলতানা, সানজিদা নীলা, মিথিলা আক্তার, তাকিবা মেহেজাবিন, মোসাম্মদ সাহিদা, তাবাসসুম তিশা, জতি অরোরা, জান্নাতুল ফেরদৌস ও ছোঁয়া।

আয়োজকরা বলেন, সমপ্রতি সংগঠিত হওয়া ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীসহ ছয় শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে অগণিত মানুষ। তাদের সকলের এই আত্নত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে আমরা আজ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সেই সঙ্গে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও যারা আহত হয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
ফারিয়া হক তাজিম বলেন, এই কর্মসূচির মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন প্রতীকী হয়ে থাকবে। তরুণ প্রজন্মই দেশের যে কোনো সংকট ও দুর্যোগ মোকাবেলায় সবার আগে এগিয়ে আসে। ভবিষ্যতেও যেনো আমরা সর্বদা দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights