‌‘শান্তকে দীর্ঘমেয়াদে অধিনায়ক করার জন্য ভাবতে পারে বিসিবি’

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড সফরে টাইগারদের পারফরমেন্সের প্রশংসা করতে গিয়ে অধিনায়ক শান্তর নেতৃত্বকে অসাধারণ বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তিনি বলেছেন, ‘শান্তর নেতৃত্ব ছিল অসাধারণ। কৌশল দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছে সে। খেলোয়াড়দের বার্তা দেওয়ার ক্ষেত্রে সে একদম পরিষ্কার ছিল। দলের কাছ থেকে কি প্রত্যাশা বা কি চায়।’

শান্তকে দীর্ঘমেয়াদে অধিনায়ক করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভাবতে পারে বলে মনে করছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘আমার মনে হয় বিসিবি বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটি বোর্ডের সিদ্ধান্ত। শান্তকে গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য নিজকে বেশ ভালোভাবেই প্রমাণ করেছে সে।’
আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আজ তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলো। ১৪ ওভার ৪ বল খেলা পর বৃষ্টি আসে। ততক্ষণে বাংলাদেশের ১১০ রানের জবাবে ৫ উইকেটে ৯৫ রান করে ফেলে নিউজিল্যান্ড। এতে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় কিউইরা।

টাইগাররা দুই ফরম্যাটে কোনো সিরিজই জিততে না পারলেও এবারের সফরকে সফল বলছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কারণ ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights