শার্শায় গাঁজাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি

শার্শা থানা পুলিশ উপজেলার পারুইখুপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে।

ধৃত আসামি মোঃ বাবলুর রহমান বাবু (৩৬), পিতা ইয়াকুব আলী, সাং বোয়ালিয়া থানা বেনাপোল পোর্ট জেলা যশোর। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ২ জন পালিয়ে যায়। ধৃত বাবলুকে নিজ মাথায় বহন করা অবস্থায় পুলিশ আটক করেন এবং অপর দুইজন আসামি কৌশলে দৌড়ে পালিয়া যায় বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিক হোসেন জানান, ১৩ নভেম্বর সকালে শার্শা থানাধীন বোয়ালিয়া মাঠ ধরে মান্দারতলা অভিমুখে আসা ৩ ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে গাঁজার বস্তা ফেলে ২ জন পালিয়ে যায়। গোড়পাড়া ক্যাম্পের এস আই সালাউদ্দীন সঙ্গীয় ফোর্সসহ পুলিশ ১৮ কেজি ওজনের গাঁজাসহ বাবলুকে হাতেনাতে আটক করে। এ সময় ২ আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে। ধৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত গাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights