শাশুড়ি করা নির্যাতনের মামলায় মেয়ে জামাইয়ের কারাদণ্ড
বরগুনা প্রতিনিধি
শাশুড়ির করা মামলায় মেয়ে জামাইকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
স্ত্রীর নিকট দাবীকৃত যৌতুক না পেয়ে নির্যাতন করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এ রায় দেন। মামলার অপর আসামি মেয়ের শ্বশুর মো. দেলোয়ার হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে ওই ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়ীয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে আবু হানিফ রাজু। রায় ঘোষণার সময় আসামী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ পিপি মো: জিয়াউদ্দিন মোল্লা হিমু।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামির শাশুড়ি হাওয়া বেগম ওই ট্রাইব্যুনালে ২০২০ সালের ৭ জানুয়ারী তার জামাতার বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন- তার মেয়ে সোনিয়ার নিকট দণ্ডপ্রাপ্ত আসামী ২০২০ সালের ৪ জানুয়ারি বসতঘরে বসে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। সোনিয়া যৌতুক দিতে অস্বীকার করলে রাজু তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন।
মামলার বাদী হাওয়া বেগম বলেন, আমার মেয়ের একটি সন্তান রয়েছে। দুই বছর পর্যন্ত আমার জামাতা খোঁজ নেয়নি। রায়ে আমি ও আমার মেয়ে সন্তুষ্ট।
আসামী পক্ষের আইনজীবী মো. জিয়া উদ্দিন বলেন, এ রায়ের বিরুদ্ধে আমার মক্কেল উচ্চ আদালতে আপিল করবেন। রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মো. জিয়াউদ্দিন মোল্লা হিমু