শাহরুখের ‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বসিত সালমান যা বললেন

অনলাইন ডেস্ক

অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ জুলাই) মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ ভিডিও। ২ মিনিট ১৫ সেকেন্ডের এই ভিডিওতে শাহরুখকে দেখা গেছে একাধিক রূপে। কেরিয়ারের প্রথম একই সিনেমায় শাহরুখের এতগুলো লুক প্রকাশিত হয়েছে। ‘বহুরূপী’ শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

এমনকি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই প্রিভিউ পোস্ট করে অনেক তারকাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। বলিউড ভাইজান সালমান খানও এর বাইরে যাননি, তিনি ভিডিওটি শেয়ার করে জানালেন, প্রথম দিনেই প্রেক্ষাগৃহে যাবেন বন্ধু শাহরুখের সিনেমা দেখতে।

প্রিভিউটি পোস্ট করে সালমান লেখেন, ‘পাঠান জওয়ান বান গায়া, অসাধারণ প্রিভিউ, প্রচণ্ড পছন্দ হয়েছে। এই ধরনের সিনেমা একমাত্র প্রেক্ষাগৃহেই দেখা উচিত। আমি নিশ্চিতভাবে প্রথম দিনেই দেখতে যাচ্ছি। মাজা আহ গায়া ওয়াহহহ।’
অ্যাটলি কুমারের পরিচালিত ‘জওয়ান’-এ শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও রয়েছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। আর সিনেমাটিতে অতিথি চরিত্রে চমক দেবেন দীপিকা পাডুকোন।

উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এতে শাহরুখের সঙ্গে অ্যাকশন দৃশ্যে অংশ নিতে দেখা যায় সালমানকে। এদিকে আগেই ঘোষণা করা হয়েছিল সালমানের ‘টাইগার থ্রি’তে দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ ও ‘টাইগার’-এর এই ‘ক্রসওভার’ দর্শকরা খুবই পছন্দ করেছেন। তাই সালমানের ‘টাইগার থ্রি’র অপেক্ষায়ও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights