শুটিং সেটে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন টুইঙ্কেল!

অনলাইন ডেস্ক

‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ববি দেওল। এদিকে, অভিনয় থেকে দূরে সরে গেছেন ববির সহশিল্পী টুইঙ্কেল খান্না। যদিও সম্প্রতি পুরুষদের প্লাস্টিকের ব্যাগের সঙ্গে তুলনা করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন অক্ষয় ঘরণী।

১৯৯৫ সালে ‘বারসাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে টুইঙ্কেল খান্নার। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন ববি দেওল। শুটিংয়ের সময়ে টুইঙ্কেলকে দারুণভাবে বিরক্ত করতেন ববি। ২০০১ সালে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে সেই গল্প শুনিয়েছিলেন। ববির সেই সাক্ষাৎকার ফের আলোচনায় উঠে এসেছে।

স্মৃতিচারণ করে ববি বলেন, ‘টিনা আর আমি শুটিং শুরুর প্রথমদিন থেকে একসঙ্গে ছিলাম। তবে সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। ছোট ছোট বিষয় নিয়ে তুমুল আশান্তি হতো। আমি তো টুইঙ্কেলকে প্রাতক্রিয়া থেকে শুরু করে পাকস্থলী পরিষ্কার রাখার মতো বিষয় নিয়ে কথা বলে বিরক্ত করেছি। এই কথাগুলো শুনে একেবারে তেলেবেগুনে জ্বলে উঠত টুইঙ্কেল। কিন্তু আমি এই বিষয়টা খুবই উপভোগ করেছি।’
‘বারসাত’ সিনেমার শুটিং সেটে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন টুইঙ্কেল। ঘটনার বর্ণনা দিয়ে ববি দেওল বলেন, ‘আমরা মানালির রোটাং পাসে শুটিং করছিলাম। ওখানে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম ছিল। সেই জন্য টুইঙ্কেল অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমরা ইউনিটের সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।’

এখন আর অভিনয়ে নেই টুইঙ্কেল খান্না। ২০০১ সালে ‘লাভ কে লিয়ে কুচ ভি করেগা’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights